ঢাকা: রাজধানীর সায়েদাবাদে একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তর (২২) নামে এক আনসার সদস্য আহত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সায়েদাবাদের করাতিটোলা শেরেবাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ঘটনাটি ঘটে।
আহত আনসার সদস্য বলেন, ‘ভোরে যাত্রাবাড়ীর সায়েদাবাদ শেরেবাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে সামনে নির্বাচনি ডিউটি করছিলাম। হঠাৎ আমার পায়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়।’
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সায়েদাবাদ এলাকার একটি ভোট কেন্দ্র থেকে এক আনসার সদস্য ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন। তার ডান পায়ের গোড়ালিতে স্পিলিন্টার বিদ্ধ হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।