জনগণ আবারও নৌকায় ভোট দিচ্ছে: হাছিনা গাজী
৭ জানুয়ারি ২০২৪ ১৫:০৮
ঢাকা: তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর পরিবেশেই ভোটগ্রহণ চলছে। আমরা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করি না বলেই জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিচ্ছে।’
রোববার (৭ জানুয়ারি) মুড়াপাড়া মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মেয়র হাছিনা গাজী বলেন, ‘যিনি জনগণের জন্য কাজ করবেন তাকে নির্বাচিত করা উচিৎ। নৌকা হলো বঙ্গবন্ধুর মার্কা, নৌকা গাজীর মার্কা। প্রতিটি ভোটকেন্দ্র ঘুরে দেখলাম শতভাগ মানুষ নৌকায় ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ বিশ্বের বুকে প্রশংসিত।’
বিরোধী প্রার্থীদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘যতই অপ্রচার করুক না কেন তাতে কোনো লাভ নেই। সবাই জানে এসব মিথ্যা।
এদিকে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইঁয়ার মেয়ে সাবিহাও বলেছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
মুড়াপাড়া মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীদের উপস্থিতির পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকরাও ছিলেন।
এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নূরে আলম শামীম সারাবাংলাকে জানান, এই কেন্দ্রে মোট ৩ হাজার ৭২২ ভোটারের মধ্যে বেলা ১টা পর্যন্ত ১ হাজার ৬৫৭টি ভোট পরেছে, যা মোট ভোটের ৪৫ শতাংশ।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত এই কেন্দ্রে কোনো ধরনের ঝামেলা হয়নি। এখানে সব দলের এজেন্ট উপস্থিত রয়েছেন। আশা করছি বাকি ভোটও ঝামেলাহীন ভাবে শেষ হবে।’
অন্যদিকে বানিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২৬৬২ ভোটারের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ২৬২ ভোট পড়েছে। সেখানেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চলছে।
সারাবাংলা/জেআর/এমও