Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ-১ আসনে ভোট পড়েছে ৫৫.১৪%

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ০১:৩২

ছবি: সারাবাংলা

রূপগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোট দুই লাখ ১২ হাজার ৬২৪ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে বাতিল হয়েছে চার হাজার ৩৫টি ভোট। সব মিলিয়ে আসনটিতে ভোট পড়ার হার ৫৫ দশমিক ১৪ শতাংশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, তারাবো ও কাঞ্চন পৌরসভা এবং সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসন। রোববারের (৭ জানুয়ারি) নির্বাচনে এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২৮টি। মোট ভোট কক্ষের সংখ্যা ছিল ৮১৭।

নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৬১৬ জন। এর মাঝে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ৮৯৪ জন, নারী ভোটার এক লাখ ৮৮ হাজার ৭২০ জন। এখানে দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে পাওয়া এই সংসদীয় আসনের ১২৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিজয়ী প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়া পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।

তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকার সোনালী আঁশ প্রতীক নিয়ে তিন হাজার ১৯০ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির মোহাম্মদ যোবায়ের আলম ভুঞা পেয়েছেন ৬০৪ ভোট, আলমিরা মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ১৬৫ ভোট, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন চৌধুরী পেয়েছেন ২৯৬ ভোট, ইসলামি ঐক্যফ্রন্টের চেয়ার প্রতীকে এ কে এম শহীদুল ইসলাম পেয়েছেন ৮২০ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম পেয়েছেন এক হাজার ৫৬৫ ভোট, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মূর্তজা পেয়েছেন ৩৯১ ভোট।

এদিন দেশের আরও ২৯৮টি আসনের সঙ্গে নারায়ণগঞ্জ-১ আসনেও দিনভর ভোট হয়। সন্ধ্যার পর থেকে ভোটের ফলাফল আসতে থাকে।

সারাবাংলা/এসবি/টিআর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-১ ভোটের হার রূপগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর