Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ৫টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ০৯:২১

দিনাজপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার শাকিল আহমেদ।

ফলাফলে দিনাজপুর-১ আসনে (বীরগঞ্জ-কাহারোল) ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাকারিয়া জাকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট।

দিনাজপুর- ২ আসনে (বিরল-বোচাগঞ্জ) ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত খালিদ মাহমুদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আনোয়ার চৌধুরী জীবন পেয়েছেন ১০ হাজার ৩৫৯ ভোট।

দিনাজপুর- ৩ (সদর) আসনে ১ লাখ ৮ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইকবালুর রহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) বিশ্বজিৎ কুমার ঘোষ পেয়েছেন ৫৪ হাজার ৩৮ ভোট।

দিনাজপুর- ৪ (চিরিরবন্দর-খানসামা) ৯৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) তারিকুল ইসলাম তারিক পান ৬২ হাজার ৪২৪ ভোট।

দিনাজপুর- ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) হযরত আলী বেলাল পেয়েছেন ২৬ হাজার ৪৮২ ভোট।

দিনাজপুর- ৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রাথী শিবলী সাদিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আজিজুল হক চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ৫১৫ ভোট।

সারাবাংলা/ইআ

আওয়ামী লীগ আবুল হাসান মাহমুদ আলী ইকবালুর রহিম খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা শিবলী সাদিক স্বতন্ত্র প্রার্থী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর