ফিলিস্তিনের গাজায় গত তিন মাস ধরে চলা ইসরায়েলী আগ্রাসনে প্রতিদিনই নিহত হচ্ছেন বহু মানুষ। চলে যাওয়া মানুষগুলোর মাঝে আছেন খেলাধুলার সাথে সম্পৃক্ত অনেকেই। এবার গাজায় নিহত হলেন ফিলিস্তিনের অলিম্পিক ফুটবল দলের কোচ হানি আল মাসদার।
আরও পড়ুন- প্রিয়জনের দুশ্চিন্তা নিয়েই এশিয়ান কাপের পথে ফিলিস্তিন ফুটবল দল
৪২ বছর বয়সী মাসদার ফুটবল ক্যারিয়ারে খেলেছেন আল মাঘাজি ও গাজা স্পোর্টস ক্লাবের মিডফিল্ডার হয়ে। ২০১৮ সালে ফুটবল থেকে অবসর নিয়ে কোচিংয়ে যোগ দেন তিনি। এরপর দায়িত্ব পেয়েছিলেন ফিলিস্তিনের জাতীয় দলেরও। ফিলিস্তিনের ফুটবলের জন্য পুরো জীবন কাজ করা মাসদার ছিলেন অলিম্পিক ফুটবল দলের কোচও।
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে গাজায় অবরুদ্ধ ছিলেন মাসদাদ ও তার পরিবার। ইসরায়েল গতকালও বড় ধরনের হামলা চালিয়েছে গাজায়। আর এতেই নিহত হয়েছে মাসদার।
ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে, ‘ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন, ফুটবল পরিবার সবাই মাসদারের মৃত্যুতে শোকাহত। আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও সকল আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকে চিঠি পাঠিয়েছি। ফিলিস্তিনের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে কীভাবে আক্রমণ হচ্ছে সেটা সবার জানা দরকার। এখন পর্যন্ত এক হাজারের বেশি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়েছেন।’