বিজ্ঞাপন

প্রিয়জনের দুশ্চিন্তা নিয়েই এশিয়ান কাপের পথে ফিলিস্তিন

January 3, 2024 | 3:50 pm

স্পোর্টস ডেস্ক

ইমারতের ধ্বংসস্তূপ, খাবার-পানির জন্য হাহাকার, নারী-শিশুর কান্না, লাশের মিছিল; ফিলিস্তিনের গাজায় যেন নেমে এসেছে নরকের ভয়াবহতা। দুই মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলী আগ্রাসনে গাজা এখন মৃত্যুপুরী। দিনশেষে বেঁচে থাকাই যেখানে মুখ্য, সেখানে খেলাধুলা নিয়ে মাতামাতি একেবারেই নগণ্য বিষয়। তবুও জীবন তো থেমে থাকে না, থেমে নেই ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের যাত্রাও। এশিয়ান কাপে অংশ নিতে কাতারে পা রেখেছে ফিলিস্তিন। তবে মাঠের প্রতিপক্ষের চেয়ে ফিলিস্তিনের ফুটবলারদের বড় প্রতিপক্ষ হয়তো দেশে ফেলে আসা স্বজনদের নিয়ে দুশ্চিন্তা। এত কষ্টের মাঝেও এশিয়ান কাপে ভালো কিছু অর্জন করে দেশের মানুষকে কিছুটা হলেও আনন্দের মুহূর্ত এনে দিতে চান ফিলিস্তিন জাতীয় দলের কোচ মাকরাম দাবুব।

বিজ্ঞাপন

৭ অক্টোবর থেকে চলা আগ্রাসনে উদ্বাস্তু হয়েছেন গাজার লাখো মানুষ, নিহত হয়েছেন প্রায় ২২ হাজার মানুষ। ঘরবাড়ি, স্কুল-কলেজ থেকে শুরু করে ধ্বংস হয়েছে স্টেডিয়ামও। আগ্রাসন শুরুর পর থেকে খেলাধুলাতেও এসেছে স্থবিরতা। এসবের মাঝে এশিয়ান কাপকে সামনে রেখে সৌদি আরবে ১০ দিনের অনুশীলন সেরেছে ফিলিস্তিন ফুটবল দল। সেখান থেকে কাতারে পা রেখেছেন দাবুবরা।

আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া এশিয়ান কাপের প্রস্তুতিতে ব্যস্ত ফিলিস্তিন দল। তবে মাঠের প্রস্তুতির মাঝেও ফুটবলারদের মাথায় ঘুরপাক খাচ্ছে গাজার পরিস্থিতি। কোচ দাবুব বলছেন, অনুশীলনের মাঝেও দেশের খবরে চোখ রাখছেন সবাই, ‘সবাই ২৪ ঘণ্টা খবরে চোখ রাখছে। হোটেলে, বাসে, অনুশীলনের আগে-পরে, সবাই স্বজনের খোঁজ রাখছেন। সবাই তাদের প্রিয়জনকে নিয়ে চিন্তিত।’

Palestine team arrives in Doha, players hope to send across a message with their football - Read Qatar Tribune on the go for unrivalled news coverage

বিজ্ঞাপন

মাহমুদ ওয়াদি, মোহাম্মদ সালেহদের পরিবার যেমন অবরুদ্ধ গাজায় আটকা পড়েছে। এরকম অবস্থায় ফুটবলারদের মানসিক অবস্থা নিয়েও দুশ্চিন্তায় আছেন দাবুব, ‘তারা খুবই কষ্ট পাচ্ছে। গাজার ঘটনার পর সব টুর্নামেন্ট বাতিল হয়ে গিয়েছিল। এটা আমাদের জন্য খারাপ খবর ছিল। সবকিছু মিলিয়ে আমরা অনেক ঘাত প্রতিঘাত পার করেই এশিয়ান কাপের প্রস্তুতি নিয়েছি।’

এশিয়ান কাপে দারুণ কিছু করে দেশবাসীকে আনন্দের উপলক্ষ এনে দিতে চান দাবুব, ‘ইসরায়েল প্রায় এক হাজারের বেশি খেলোয়াড়, স্কাউটদের হত্যা করেছে। তারা ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনকে টার্গেট করেছে। এই টুর্নামেন্টে আমরা ভালো কিছু করতে চাই। বিশেষ করে বিশ্বমঞ্চে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরে জানাতে চাই আমরাও স্বাধীনভাবে বাঁচার অধিকার রাখি।’

আগামী ১২ জানুয়ারি কাতারে পর্দা উঠবে এবারের এশিয়ান কাপের। ১৪ জানুয়ারি ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ফিলিস্তিন। গ্রুপ সিতে ফিলিস্তিনের অন্য দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও হংকং।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন