Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে বাস ও ট্রাকের সংঘর্ষ: নিহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ১১:১৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ১৪:২১

ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন।

সোমবার (৮ জানুয়ারি) বাহিয়া প্রদেশের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে এই ঘটনা ঘটে।

এএফপির প্রতিবেদনে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ার গাভিয়াও পৌরসভার কাছে একটি ট্রাকের সঙ্গে উপকূলীয় অঞ্চলে আসা পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ২৫ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন।

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে স্থানীয় পুলিশ।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বাস-ট্রাক সংঘর্ষ ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর