Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ১২:০০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ১২:০১

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া বটতলায় এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম বলতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা তারা স্থানীয় হবে। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তারা বয়সে তরুণ।

বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান। তিনি জানান, তাহেরপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী নিউ ভাই ভাই বাস কাঁচুপাড়া আসলে বিপরিত দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে দুই তরুণ মারা যান।

ওসি আরও জানান, ঘটনার পর বাসের চালক ও সহকারি পালিয়ে গেছে। ঘটনাস্থলে বাস আছে। দুটি লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় জানা যায়নি। জানার চেষ্টা চলছে। পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

২ মোটরসাইকেল আরোহী টপ নিউজ রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর