Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বেতন বৃদ্ধির আন্দোলনে ২ কারখানার শ্রমিক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ১৩:১০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ১৬:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) প্যাসিফিক জিন্স লিমিটেড এবং জে জে মিলস প্রাইভেট লিমিটেড নামে দুটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে এ দুই কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক জে জে মিলস প্রাইভেট লিমিটেডের এক শ্রমিক সারাবাংলাকে বলেন, ‘যারা নতুন তাদের বেতন বাড়িয়েছে ৪ হাজার ৫০০ টাকা, আর আমরা যারা পুরাতন তাদের বেতন বাড়িয়েছে ৩ হাজার টাকা। এ বৈষম্য আমরা মানি না। বাড়লে সবার একসঙ্গে বাড়বে। আমাদের দাবি না মানলে আমরা কাজে যাব না।’

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন সারাবাংলাকে বলেন, ‘বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলন করেছে। আমরা এখানে আছি। কোনো ঝামেলা হচ্ছে না।’

বিজ্ঞাপন

ইতোমধ্যে আন্দোলন চলাকালে প্যাসিফিক জিন্স লিমিটেড কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে বলে জানিয়েছেন ওসি মো. হোসাইন।

সারাবাংলা/আইসি/এনএস