Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খৎনার পর শিশুর মৃত্যু, কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ১৫:২০

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর সাঁতারকুলে আয়ান (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। এ বিষয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

গত ৩১ ডিসেম্বর সুন্নাতে খৎনা করানোর জন্য আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা।

সুন্নাতে খৎনা শেষ হওয়ার পর আয়ানের জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়।

এর সাতদিন পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর।

১০ কার্যদিবসের ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর