Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেইসবুকে পেইজ খুলে প্রতারণা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ১৯:৫৭

নড়াইল: জেলায় অনলাইনে পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে তাদের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন ও ১৬টি মোবাইল সিম জব্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন— যাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুস শেখের দুই ছেলে শাহ জালাল (২৭) ও শাহ জামান (২৩)। তারা প্রায় এক বছর ধরে ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেসবুক পেইজ খুলে বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহা. মেহেদী হাসান।

তিনি জানান, গ্রেফতার করা দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেইসবুক পেইজে ১ হাজার ৫৫০ টাকা মূল্যে বিভিন্ন প্রকার কম্বল বিক্রি ও অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতারণার মাধ্যমে ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা হাতিয়ে নিয়েছেন।

মেহেদী হাসান আরও জানান, রেজওয়ান সিদ্দিক ইমরান নামে এক ব্যক্তি ফেইসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে দুই সাইজের কম্বল কেনার জন্য অর্ডার দেন। প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরী করে ভুক্তভোগী ইমরানের কাছ থেকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়। পরে প্রতারক চক্র ভুক্তভোগীর কম্বল সরবরাহ করেনি এবং মোবাইল ফোনও রিসিভ করেনি।

ভুক্তভোগী রেজওয়ান নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করে। তাদের নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী থাকায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/এনএস

নড়াইল ফেইসবুকে প্রতারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর