‘বাঙালি পরিষ্কার রায় দিয়েছে বিএনপি-জামায়াত অপশক্তির বিরুদ্ধে’
১০ জানুয়ারি ২০২৪ ২০:৫৪
ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ৭ জানুয়ারি বাঙালি জাতি পরিষ্কারভাবে রায় দিয়েছে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসী অপশক্তির বিরুদ্ধে। এই খুনিদের বাংলার মাটিতে আর ঠাঁই নাই।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ‘১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ দিবসে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘আজ আমরা বিজয় উৎসব পালন করছি। আজ শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। এই ঐতিহাসিক দিনে ঐতিহাসিক যাত্রা শুরু হলো।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলার মানুষের উপর হামলা চালায়, আগুন দিয়ে পোড়ায়। তারা বাংলার মাটিতে ট্রেন জ্বালিয়ে মানুষকে হত্যা করে। তাই বাঙালি জাতি পরিষ্কারভাবে রায় দিয়েছে এই অপশক্তির বিরুদ্ধে। এই অপশক্তি ও খুনিদের বাংলার মাটিতে আর ঠাঁই নাই।’
তিনি আরও বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন ছিল গণতন্ত্র রক্ষার নির্বাচন, স্বাধীনতা রক্ষার নির্বাচন। ৭ জানুয়ারির নির্বাচন ছিল সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। ৭ জানুয়ারির নির্বাচন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষার নির্বাচন। ৭ জানুয়ারির নির্বাচন ছিল শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শুভ যাত্রা।’
প্রসঙ্গত, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের একটি অনন্য মাইলফলক। জাতির পিতার স্বদেশে ফিরে আসার মধ্য দিয়ে এদিন পূর্ণতা পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা।
জনসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। জনসভায় পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।
সারাবাংলা/এনআর/পিটিএম