মেহেরপুরে ৫ জনপ্রতিনিধির পদ শূন্য ঘোষণা
১১ জানুয়ারি ২০২৪ ০৯:১৯
মেহেরপুর: জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলার সাহারবাটি ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্যপদ শূন্য ঘোষণা করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ও গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল হক তাদের পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া ওই ৩টি ইউনিয়নের তিনজন ইউপি সদস্য মারা যান। এ কারণে এই ৫টি পদ শূন্য ঘোষণা করা হয়।
এর আগে, ২০২৩ সালের ২১ নভেম্বর অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এবং ৩০ নভেম্বর অ্যাডভোকেট রাশেদুল হক নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনের পর ২ মে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী চলতি বছরের মে’তে উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার কথা। তার ৯০ দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, আগামী এপ্রিলের দিকে নির্বাচন হওয়ার অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিকে দুই চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় উপ-নির্বাচন দেওয়া হবে নাকি অল্প সময়ের পরে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গত বছর ১৭ আগস্ট, ৩ নম্বর ওয়ার্ড সদস্য সাবান আলী ২০ অক্টোবর এবং ২৪ সালের ২ জানুয়ারি ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মারা যান। ওই ৩টি ওয়ার্ডের উপ-নির্বাচনের প্রস্তুতি চলছে।
ইতোমধ্যে জেলার সদর উপজেলা পরিষদ, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ৩টি ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। মতামত পেলে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
সারাবাংলা/এসএমআরএ/এনএস