Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ১১:৩৭

নওগাঁ: দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জেলার তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে গতকাল বুধবারের (১০ জানুয়ারি) চেয়ে আজকের তাপমাত্রা কিছু তা বৃদ্ধি পেয়েছে। গতকাল ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বুধবার ছিল ১০ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত কয়েকদিন যাবৎ প্রতিদিনই নওগাঁর তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে এই তাপমাত্রা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে সন্ধ্যার পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত থাকা ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকেল থেকে উত্তরের বয়ে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।

এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। পাশাপাশি শীতে কাবু হয়ে পড়েছে গবাদিপশুরাও। গবাদিপশুদের গরম কাপড় পড়িয়ে দিয়ে শীত নিবারণ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ঘন কুয়াশার কারণে রাস্তায় বিভিন্ন যানবাহনকে আলো জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআরপি/এনএস

নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর