Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের সঙ্গে দৃঢ় সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৪ ০১:৪৩

ঢাকা: পারস্পরিক সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে দৃঢ় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে সুইজারল্যান্ড। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি। এসময় তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিতে নতুন মন্ত্রিসভার সাফল্য কামনা করেন।

ঢাকায় অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাস এক বার্তায় বলেছে, সুইজারল্যান্ডের দূতাবাস বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমৃদ্ধির জন্য শক্তিশালী সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২২২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শপথ গ্রহণ করে নতুন সরকারের মন্ত্রিসভা। বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে সুইস রাষ্ট্রদূত ছাড়াও যুক্তরাষ্ট, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইই

দ্বাদশ জাতীয় সংসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুইজারল্যান্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর