দ্বাদশের চমক রুমানা আলী, পেলেন প্রাথমিকের দায়িত্ব
১২ জানুয়ারি ২০২৪ ১৪:১৩
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রুমানা আলী টুসি। প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) হয়েই প্রতিমন্ত্রী হলেন রাজধানী ঢাকার নিউমডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের এই শিক্ষিকা।
গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়।
দ্বাদশ জাতীয় সংসদে গাজীপুর-৩ আসনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন রুমানা আলী টুসি। এবারই প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।
বাবার আসনে প্রথমবার নৌকা নিয়ে প্রার্থী হয়েই বাজিমাত করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হোসেন সবুজকে ২৪ হাজার ৫২২ ভোটে পরাজিত করেন তিনি।
তিনি গাজীপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রহমত আলীর মেয়ে।
রুমানা আলীর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন জাকির হোসেন যিনি এবার মনোনয়ন পাননি।
সারাবাংলা/আরএফ/এনএস