কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি
১৬ জানুয়ারি ২০২৪ ১৩:৫০
আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন তিনি। মেসি-আল্ভারেজদের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে এরপর কিছুটা ধোঁয়াশা ছিল। শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে। জুনে অনুষ্ঠিত কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে থাকছেন স্কালোনি।
আরও পড়ুন- রেকর্ড ৮ম বারের মতো ফিফার বর্ষসেরা মেসি
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর স্কালোনি জানিয়েছিলেন, দলে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন তিনি। মাঝে গুঞ্জন উঠেছিল, ২০২৪ সালের আগেই জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন তিনি। এমনকি এই ইস্যুতে মেসির সাথেও বেশ কয়েকবার আলোচনা হয়েছে স্কালোনির।
মেসির পাশাপাশি স্কালোনির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন তাপিয়াও। গতকাল দলবদলের খবরের জন্য বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের প্রধান চিকুই তাপিয়ার সাথে বৈঠক হয়েছে স্কালোনির। আর এই আলোচনার পর স্কালোনি জানিয়েছেন, আগামী কোপা আমেরিকা পর্যন্ত নিশ্চিতভাবেই দলের সাথে আছেন তিনি। কোপা শেষ হওয়ার পরেই ভবিষ্যতের কথা চিন্তা করবেন।
আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। ২১ জুন প্রথম ম্যাচে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্কালোনিদের কোপা যাত্রা।