পাকিস্তানের বিপক্ষে ১৬ ছক্কায় ফিন অ্যালেনের বিশ্বরেকর্ড
১৭ জানুয়ারি ২০২৪ ০৯:২০
ডানেডিনে আজ ওপেনিংয়ে নামার সময় তিনি হয়তো কল্পনাও করেননি এমন কিছু হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনের ব্যাটে রীতিমত ঝড় উঠেছিল আজ। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেওয়ার সময় গড়েছেন ইতিহাসও। পাকিস্তান বোলারদের তুলোধুনো করে মেরেছেন ১৬টি ছয়। টি-২০তে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন ফিনের।
পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ফিন খেলেছেন ৬২ বল। ৪৮ বলেই তুলে নিয়েছেন সেঞ্চুরি, এটি নিউজিল্যান্ডের হয়ে এই ফরম্যাটে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬২ বলে ১৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন ফিন। ফেরার আগে মেরেছেন ৫টি চার ও ১৬টি ছয়। নিউজিল্যান্ড ব্যাটারদের মাঝে এটিই এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা। নিউজিল্যান্ড তো বটেই, টি-টোয়েন্টির ইতিহাসে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। আজ ফিন ঝরে সবচেয়ে বেশি ভুগেছেন পাকিস্তানের হারিস রৌফ, তিনি হজম করেছেন ৬টি ছক্কা। শাহিন আফ্রিদি হজম করেছেন ৪টি ছক্কা।
ফিন ভাগ বসিয়েছেন আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের রেকর্ডে। ২০১৯ সালে দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক ইনিংসে ১৬টি ছক্কা মেরেছিলেন জাজাই। ১৫টি ছয় মেরে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হাঙ্গেরির জিসান কুকিখেল, ২০২২ সালে অস্ট্রিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। ১৪টি ছয় মেরে এর পরেই আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ১৪টি ছয় মারার রেকর্ড আছে স্কটল্যান্ডের এইচজি মুনসেরও।
ফিনের রেকর্ড গড়ার ম্যাচে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২২৪ রানের বিশাল সংগ্রহ তুলেছে কিউইরা। জবাবে ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে পাকিস্তান।
সারাবাংলা/এফএম