Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় নিখোঁজ এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ১২:৫২

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরিঘাট এলাকায় ৯টি ট্রাকবোঝাই রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরিডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন ফেরির দ্বিতীয় মাস্টার হুমায়ূন আহমেদ।

বুধবার (১৭ জানুয়ারি) বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডি জি এম খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া প্রান্ত থেকে গত রাত ১টার দিকে সাতটি ছোট এবং দু’টি বড় ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওয়ানা হয়। এসময় ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হলে পাটুরিয়া ৫নং ঘাটের অদূরে ফেরিটি নোঙ্গর করে রাখা হয়েছিল। সকাল সাড়ে সাতটার দিকে একটি বালুবাহী বাল্কহেড নোঙ্গর করে রাখা ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় আস্তে আস্তে ফেরিটি ডুবে যায়।

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিক খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করি। ট্রাকের চালক, হেলপার এবং ফেরির মাস্টারসহ সংশ্লিষ্টদের উদ্ধার করা হলেও দ্বিতীয় মাস্টার হুমায়ূন আহমেদ এখনও নিখোঁজ রয়েছেন।’

উদ্ধারকারী জাহাজ আসার পর ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার তৎপরতা চলবে বলেও এই কর্মকর্তা জানান।

এদিকে, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান ঘটনাস্থলে রওয়ানা করেছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন হয়নি।

আরও পড়ুন: পাটুরিয়ায় ৯টি ট্রাকসহ ফেরি ডুবি, ৬ জনকে উদ্ধার

সারাবাংলা/এমও

টপ নিউজ পাটুরিয়া ফেরিডুবি বিআইডব্লিউটিসি মানিকগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর