Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ১৯:০৫

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে জিসিসির ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকারের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে টঙ্গী পূর্ব থানায় মো. নুরুল মনির (৩৫) নামে এক ব্যবসায়ী এই অভিযোগ করেন। তিনি টঙ্গী বাজার এলাকায় কসমেটিকসের ব্যবসা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী বাজার মেহের মার্কেটের ৪ তলায় অভিযুক্ত গাজীপুর সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বাদীকে ডেকে নিয়ে মারধর করেন। এর আগে বাদী তার সংগঠনের এক সদস্যের পাওনা টাকা উদ্ধারে কাজ করেছিলেন।

এই ঘটনার জেরে কাউন্সিলর গিয়াস উদ্দিন ভুক্তভোগী নুরুল মনিরকে ডেকে নিয়ে চারতলা থেকে মারতে মারতে নিচে নিয়ে আসেন। সেসময় কাউন্সিলরের আরও কয়েকজন সমর্থক ভিকটিমকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করে ও গুলি করে হত্যার হুমকি দেয়। এসময় তারা মনিরের সাথে থাকা ৬৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর স্থানীয়রা আহত নুরুলকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী নুরুল মনির বলেন, ‘আমাকে কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার মারধর করে ৬৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। আমাকে গুলি করে হত্যার হুমকি দেয়। আমি নিরাপত্তাহীনতায় আছি।’

অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার বলেন, ‘আর্থিক লেনদেনের একটি ঘটনা ছিলো। পরে আমি তাকে (নুরুল মনির) বলেছি তুমি চলে যাও, আমি পরে সমাধান করে দিবো। কিন্তু সে আমার কথা না শোনায় তাকে থাপ্পড় দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছি। বিষয়টি বসে সমাধানের কথা ভেবেছিলাম, তবে যদি সে অভিযোগ দিয়ে থাকে তাহলে আর সমাধানের কিছু নেই।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

কাউন্সিলর টঙ্গী মারধর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর