প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১৮ জানুয়ারি ২০২৪ ১৯:৫৪
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে পৃথক এসব সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে চীনের উল্লেখযোগ্য ভূমিকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর জন্য তিনি তাকে অনুরোধ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমানকে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়াতে অনুরোধ করেন এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত ‘জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি’ বাস্তবায়নে আইএফসি’র সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
তিনি বাংলাদেশে রিভারাইন অভিগম্যতা বাড়ানো এবং বন্দর ও জেটি নির্মাণে আইএফসি’র সহযোগিতার অনুরোধ করেন। আইএফসি’র কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান বাংলাদেশের আবাসন খাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জনগণকে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়, চীন দূতাবাস এবং আইএফসি’র কর্মকর্তারা এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/এমও