Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে জাল টানতেই ধরা পড়ল ২ ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ২২:৩৮

খুলনা: খুলনার পাইকগাছায় একটি পুকুরে জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ মাছ। তাও একটি নয়, দুটি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিসসংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার জন্য জাল দিয়ে টান দিলে অন্য মাছের সাথে ইলিশ মাছ দুটি ধরা পড়ে।

স্থানীয় রোকন শেখ বলেন, পুকুরে ইলিশ পাওয়ায় আমরা আনন্দিত। এর আগে আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি। বিষয়টি অবাক করার মতো।

পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন বলেন, সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে জালে দুটি ইলিশ ধরা পড়েছে। ইলিশ দুটির ওজন ৭০০ গ্রাম করে। পুকুরেই মাছ দুটি বড় হয়েছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়।

পাইকগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, পুকুরটি নদীর খুব কাছাকাছি। কোনো একসময় জোয়ারের পানিতে হয়তো ইলিশ দুটি পুকুরে ঢুকে পড়ে। পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে মাছ দুটি বড় হয়েছে।

ইলিশ মূলত সামুদ্রিক মাছ। বর্ষায় ডিম ছাড়ার জন্য এরা নদীতে আসে। নদী বা সমুদ্রের অনেক মাছই গবেষণার মাধ্যমে পুকুরে চাষের উপযোগী করে তেলা গেলেও এখন পর্যন্ত ইলিশ মাছকে পুকুরে চাষের উপযোগী করা যায়নি।

সারাবাংলা/টিআর

ইলিশ মাছ খুলনা পুকুরে ইলিশ মাছ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর