Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত নওগাঁর মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৪ ২২:১৩

ফাইল ছবি

নওগাঁ: সকাল গড়িয়ে দুপুর। এখনো আকাশ মেঘলা, বইছে হিমেল বাতাস। দেখা নেই সূর্যের। গত কয়েকদিন থেকে তাপমাত্রা এককের ঘর থেকে ১০ ও ১১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। ঘনকুয়াশায় হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা নওগাঁয়। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের নাজেহাল অবস্থা।

রোববার (২১ জানুয়ারি) নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল শনিবার (২০ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি আবহাওয়া অফিসের আরমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বোয়ালিয়া গ্রামের ভ্যান চালক ছাত্তার বলেন, ‘আজ সাত দিন থেকে রোদের মুখ দেখতে পাই না। এখন দুপুর ১টা পার হয়ে গেছে পঞ্চাশ টাকা ইনকাম হয়নি। শীতে পরিবার নিয়ে খুব কষ্টে আছি।’

কীত্তিপুর গ্রামের কৃষক জসিম উদ্দীন বলেন, ‘এত ঠান্ডায় হাত পা অবশ হয়ে গেছে। কোনো কাজ করতে পারতেছি না। কোনো মতন খেয়ে না খেয়ে বেঁচে আছি।’

উকিলপাড়ার শিক্ষার্থি রোকসেনা বলেন, ‘এত শীতে স্কুল বন্ধ না দেওয়াাই বাধ্য হয়ে স্কুলে যাচ্ছি।’

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবীন শীষ বলেন, ‘আমরা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র ও খাদ্র সহায়তা নিয়মিত দিয়ে আসছি।’

এদিকে তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি হলেও খোলা রয়েছে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সকাল সাড়ে ১০ টার দিকে বদলগাছী উপজেলার বদলগাছী সরকারি প্রাথমিক ও সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত।

আজকের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, এ পরিস্থিতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করবেন কি না— এমন প্রশ্নে জবাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি এখনও আবহাওয়া অফিস থেকে জানতে পারিনি।’

বিজ্ঞাপন

জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান বলেন, ‘তাপমাত্রা সকাল ৬টা থেকে ৯টায় রেকর্ড করা হয়েছে। সকাল ৯টার পর আমি আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছি ১১ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো কোনো সিদ্ধান্ত হয়নি।’

সারাবাংলা/এআরপি/এনএস

টপ নিউজ নওগাঁ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর