বাংলাদেশের রেলখাতে আরও বিনিয়োগ করতে চায় ভারত
স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৪ ১৮:৩৩
২১ জানুয়ারি ২০২৪ ১৮:৩৩
ঢাকা: ইন্ডিয়াল লাইন অফ ক্রেডিট (এলওসি) বা ভারতীয় ঋণে রেল খাতে একাধিক প্রকল্প চলমান। এরমধ্যে খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ, আখাউড়া-আগরতলার প্রকল্পগুলোর কাজ শেষ হলেও এখনও অনেক প্রকল্প পাইপলাইনে। এই পরিস্থিতিতে রেল খাতে আরও বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত।
রোববার (২১ জানুয়ারি) রেল ভবনে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিমের সঙ্গে বৈঠক করে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আগামী পাঁচ বছর রেল খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন তারা।
সারাবাংলা/জেআর/এমও