Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় তাপমাত্রা ৮.২ ডিগ্রি, কনকনে শীতে কাঁপছে মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১০:৫৩

নওগাঁ: কুয়াশার দাপট কম থাকলেও নওগাঁয় হাড়কাঁপানো কনকনে শীতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনপদের মানুষদের। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটাই এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে, গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে কুয়াশা কম থাকলেও আকাশ মেঘলা রয়েছে। তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। স্থানীয়রা জানান, গত দু’দিন থেকে দুপুরের পর একটু সূর্যের দেখা পাওয়া যায়। কিন্তু উত্তাপ ছড়াতে না পারায় বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হওয়া শুরু করে। আর দিনভর হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে শীতের মাত্রা বাড়ে। রাত বাড়তে থাকলে শীতও বাড়ে সমানতালে।

এদিকে হাড় কাঁপানো কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের লোকজন। জীবিকার তাগিদে সকাল হলেই এসব মানুষ মোটা গরম কাপড় পরে কেউ সাইকেল নিয়ে আবার কেউ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে বেরিয়ে পড়েন।

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত বেশি হচ্ছে। এরকম তাপমাত্রা আরও দু’এক দিন অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/এমও

তাপমাত্রা নওগাঁ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর