Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ওষুধের কৌটায় মিলল ইয়াবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১৩:০৫

নোয়াখালী: সোনাইমুড়ী থেকে ৮০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার জসিম উদ্দিন (৫৪) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষ কামতা গ্রামের মৃত দুধু মিয়ার ছেলে।

সোমবার (২২ জানুয়ারি) আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুধ মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঘোষকামতা গ্রামের দুধু মিয়ার নতুন বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে অভিযানে মাদক কারবারি জসিমের বসত ঘরে একটি ওষুধের কৌটা থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ি থানায় মাদক আইনে মামলা হয়েছে।’

সারাবাংলা/এমও

ইয়াবা ওষুধের কৌটা নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর