Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসসিসির অভিযানে হামলায় ১৩০০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১৮:১২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৯:৫১

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে বস্তি ও কাঁচা বাজার উচ্ছেদ অভিযানে সংঘবদ্ধ হামলার ঘটনায় মামলা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে শাজাহানপুর থানায় রোববার (২১ জানুয়ারি) রাতে মামলাটি করা হয়।

মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অন্তত ১২০০/১৩০০ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লেবার ইনচার্জ এসএম হাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগ আনা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

উল্লেখ্য, রোববার দুপুরে উচ্ছেদ অভিযান চালানোর সময় মেহেদী হাসান (২৪) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়। এ ছাড়া শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা ও পরিদর্শক-অপারেশন মাইদুল ইসলামসহ পাঁচজন আহত হন।

রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ সদস্য মেহেদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বাকিদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/আরএফ/একে

উচ্ছেদ অভিযান টপ নিউজ ডিএসসিসি হামলা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর