ভোলায় মালবাহী ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ
২২ জানুয়ারি ২০২৪ ২১:৫৩
ভোলা: জেলার ইলিশায় মালবাহী একটি ট্রলার টুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা সাত ব্যবসায়ীর মধ্যে পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দু’জন নিখোঁজ রয়েছেন।
রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার মেঘনা নদীতে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দু’জন হলেন রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ (২৮)। তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের চর সুলতানী গ্রামে। নিখোঁজদের উদ্ধারের জন্য কাজ করছে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য ও ডুবরি টিম।
জীবিত উদ্ধার ব্যবসায়ী ফারুক সরদার ও রিয়াজ জানান, তারা গতকাল রাত সাড়ে ৯টার দিকে ভোলার মনপুরা উপজেলার কাজির চর এলাকা থেকে ট্রলারে ভাঙ্গারি মালামাল বোঝাই করে রাজ্জাক সরদার, পারভেজ সরদার, রিয়াজ, ফারুক, শাকিল ও রাসেলসহ কয়েকজন উলানিয়ার উদ্দেশে রওনা হন।
ট্রলারটি রাত আনুমানিক দেড়টার দিকে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার মেঘনা নদীতে এলে হঠাৎ স্রোতের মুখে পরে ডুবে যায়। এ সময় আতংকিত হয়ে তারা চিৎকার করে নদীতে লাফিয়ে পড়েন। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় পাঁচজন জীবিত উদ্ধার হলেও এখন নিখোঁজ রয়েছেন দুই জন।
ভোলার ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, খবর পেয়ে তারা কোস্টগার্ড, ফায়ার সার্ভিসকে জানিয়েছে। কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যসহ ডুবরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
সারাবাংলা/পিটিএম