Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে আরও দু’দিন বন্ধ থাকবে স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৪ ১০:৫৭

জয়পুরহাট: জয়পুরহাটে তীব্র শীত বাড়ায় আরও দু’দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়াতে ২৩ ও ২৪ জানুয়ারি জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তাপমাত্রা যদি এমন থাকে তবে আবারও নতুন করে ঘোষণা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘জেলার ১৫৬টি উচ্চ বিদ্যালয় ১১২টি মাদরাসা, ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম বন্ধ থাকবে।’

নওগাঁর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার সকাল ৯টায় জয়পুরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা সামনে আরও কমতে পারে।

সারাবাংলা/এমও

জয়পুরহাট তীব্র শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর