সর্বনিম্ন তাপমাত্রায় বগুড়ায় মাধ্যমিক ও প্রাথমিক স্কুল বন্ধ
২৩ জানুয়ারি ২০২৪ ১১:২৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১১:২৭
বগুড়া: বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল সোমবার (২২ জানুয়ারি)। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় সরকারি নির্দেশনায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
আবহাওয়া অফিস জানায়, সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রিতে নেমে আসে। এটিই চলতি বছরের সর্বনিম্ম তাপমাত্রা। গত বছরের এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে গত বছরের জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
জেলার তাপমাত্রা চলতি মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসক মো. সাইফুল ইসালাম সরকারি পরিপত্র অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এরপর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় সরকারি নির্দেশনায় জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দফতর থেকে স্কুলগুলো পরে বন্ধ করে দেওয়া হয়।
সারাবাংলা/এমও