যশোরে আগুনে পুড়ল চলন্ত স্কুলবাস
২৩ জানুয়ারি ২০২৪ ২৩:১৬
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: যশোর-খুলনা সড়কের কোল্ড স্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলন্ত বাসে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। বাসে চালক ও হেলপার ছাড়া কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে হুশতলা থেকে মণিহারে দিকে আসার সময় কোল্ড স্টোর মোড়ে এ ঘটনা ঘটে। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোল্ড স্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের পেছনে দেখা যায় আগুন জ্বলছে। পরে সামনে থেকে গাড়ি থামাতে বললে ড্রাইভার গাড়ি থামায়। পরে ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে চালক ও হেলপার বাদে কেউ ছিল না। এজন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে বাসের সব সিট পুড়ে ছাই হয়ে গেছে।
গাড়িচালক শহিদুল ইসলাম বলেন, ‘গাড়িতে কেউ ছিলো না। আমরা শংকপুর বাস টার্মিনাল থেকে গাড়ির কাজ করিয়ে ফিরছিলাম। পথে হুশতলা মোড়ে হঠাৎ গাড়ির পেছনের কাচ ভেঙে পড়ে। তখন পেছনে থাকিয়ে দেখি আগুন জ্বলছে। কীভাবে লেগেছে তা বলতে পারব না।’
তিনি আরও বলেন, ‘শংকপুর বাস টার্মিনালের একটি ওয়ার্কসপ থেকে বাসে ওয়েল্ডিং করা হয়। তবে আগুন জ্বলার সময় তারপিন তেলের গন্ধ পাওয়া যায়।’
যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালন দেওয়ান সোহেল বলেন, ‘আমরা খবর পেয়ে তিনটি ইউনিট এসে অতিদ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই। ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসের ছিটপুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বাসের ব্যাটারি ও অনন্যা যত্রাংশ পরীক্ষা করা হয়েছে। তাতে কোনো ত্রুটি পাওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে এই মুহূর্তে বলতে পারছি না। তদন্ত করে জানা যাবে।’
যশোর কোতোয়ালি মডেল থানার (ওসি অপারেশন) পলাশ বিশ্বাস বলেন, ‘কোল্ড স্টোরের সামনে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ঢাকা মেট্রো-ব-১১-১৫৮৮ বাসে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখব, কীভাবে আগুন লাগছে। গাড়ির চালকের কাছে শুনেছি, উনি গাড়ি চালিয়ে মুড়লির দিকে আসছিলেন। তখন পেছন দিকে আগুন দেখতে পান। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলতে পারব। ’
সারাবাংলা/পিটিএম