Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মতিউরের স্মৃতিসৌধে আ.লীগের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৪ ১০:১৩

ঢাকা: ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার পরে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহিদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন ও নির্মল চ্যাটার্জিসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে। সেই থেকে ২৪ জানুয়ারি ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

সারাবাংলা/এনআর/এনএস

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস গণঅভ্যুত্থান দিবস টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর