Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্রম আইন সংশোধনে আগামী অধিবেশনেই সংসদে বিল পাস হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৪ ১৪:৩৩

ঢাকা: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৪ আগামী জাতীয় সংসদ অধিবেশনে উঠবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বিলটি আগামী সংসদেই তোলা হবে এবং পাস হবে।’

বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী।

এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালের ২৯ অক্টোবর একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৩ উত্থাপন করা হয়। পরে এটি পরীক্ষা নিরীক্ষার পর গত ২ নভেম্বর জাতীয় সংসদে পাস হয় বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল। এরপর ৮ নভেম্বর বিলটিতে সম্মতির জন্য পাঠালে একটি দফা পুনর্বিবেচনার জন্য ২০ নভেম্বর তাতে সম্মতি না দিয়ে সংসদ সচিবালয়ে ফেরত পাঠান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পরে বিষয়টি নিয়ে আইনমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, সংসদে পাস হওয়ার বিলটিতে টাইপে ভুল দেখা যায়। যে কারণে রাষ্ট্রপতি ফেরত পাঠান। এটি সংশোধন করে ফের সংসদে পাঠানো হবে।

বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের আগামী অধিবেশনেই বিলটি তোলা হবে এবং পাস হবে।’

এসময় তিনি মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক শ্রম সংস্থার বৈঠকে অংশ নেওয়ার প্রস্তুতিও গণমাধ্যমের কাছে তুলে ধরেন। মন্ত্রী বলেন, ‘এর আগে শ্রম মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। আপনারা জানেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠক আগামী মার্চে হবে। আমাদের যে অগ্রগতি এবং শ্রম আইন নিয়ে আমরা যেসব কাজ করছি, সেটার একটা ব্রিফিংয়ের জন্যই আজকের বৈঠকটি ছিল।’

এটিকে গুরুত্ব দিচ্ছেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়কে কতটা গুরুত্বসহকারে দেখেন, সেটারই প্রতিফলন এটা। আমি প্রধানমন্ত্রীকে ব্রিফ করবো, তারপর আমি সবকিছু আলোচনা আপনাদের (সাংবাদিক) সঙ্গে করবো।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে আপনাদের (সাংবাদিক) কোনো তথ্য দিতে পারবো না। কারণ প্রধানমন্ত্রী হচ্ছে সরকারপ্রধান, তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি সর্বোচ্চ নীতিনির্ধারক। যে কারণে এ বিষয়ে তাকে আগ্রে ব্রিফ করতে হবে।’

শ্রমিকদের কর্মপরিবেশ আরও ভালো হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশে একটা দুর্ঘটনার পরে শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করতে যে মনোযোগ এই সরকার দিয়েছে, এরকম নজির অন্য কোনো দেশে দেখানো কঠিন।’

থ্রেশহোল্ড (টেড্র ইউনিয়ন গঠনে শ্রমিকদের সম্মতির হার) নিয়ে কোনো কথা হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করেছি। আমাদের সিদ্ধান্ত অনুসারে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আমরা একটি পরিবর্তন করেছি, শিগগিরই প্রধানমন্ত্রীকে এটা নিয়ে ব্রিফ করবো।’

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ বিল পাস শ্রম আইন সংশোধন সংসদ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর