Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আম্বিয়ান্তে ফেয়ারে’ অংশ নিতে জার্মানি যাচ্ছেন পাটমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৪ ১৮:৫৭

ঢাকা: জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশ নিতে ৬ দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে রওয়ানা করেন। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী ‘আম্বিয়ান্তে ফেয়ার’ এ অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করবেন। ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আম্বিয়ান্তে ফেয়ার আয়োজকদের সঙ্গেও আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।

এছাড়া জার্মানির ব্যবসায়িক নেতাদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তার বৈঠক করার কথা রয়েছে। এসফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশান সেন্টার (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ তার সফর সঙ্গী হয়েছেন ।

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আগামী ৩০ জানুয়ারি দুপুরে দেশে ফিরবেন।

সারাবাংলা/এনআর/এমও

আম্বিয়ান্তে ফেয়ার জার্মানি পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর