Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪ ০৯:২১

টাঙ্গাইল: জেলার ধনবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কয়া পাড়া মোড় এলাকায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মটবাড়ি এলাকার আখেরুজ্জামান ফরহাদ (৬৭) ও ভ্যান চালকা একই এলাকার আব্দুল খালেক (৬০)। আর আহত হয়েছেন নাহার আক্তার (৬০)। তিনি নিহত ফরহাদের স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা উপজেলার মটবাড়ী থেকে ভ্যান করে ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। অপর দিকে জামালপুর থেকে রাজিব পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে বাসটি ধনবাড়ী উপজেলার কয়া পাড়া মোড় এলাকায় পৌঁছালে ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।

এ ঘটনায় আহত নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/এনএস

টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর