তীব্র শীতে নিকলীর ৭৬ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
২৫ জানুয়ারি ২০২৪ ১২:২৩
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে তীব্র শীতের কারণে টানা দ্বিতীয় দিনের মতো উপজেলার ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
নিকলীতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই এলাকায় টানা কয়েকদিন মৃদ্যু শৈতপ্রবাহ বয়ে চলায় নিকলী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়।
নিকলী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আখতার ফারুক তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করে জানান, নিকলীতে গত কয়েকদিন ধরে মৃদ্যু শৈতপ্রবাহ বইছিল। বুধবার সকাল ৯টার আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে নিকলীতে এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতের কারণে টানা দ্বিতীয় দিনের মতো নিকলী উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম। এ ছাড়া একই কারণে ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি দাখিল মাদরাসাও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার মাসুদ।
তীব্র শীতের কারণে এই উপজেলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ।
সারাবাংলা/ইআ