Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির নেতৃত্বের প্রশংসা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪ ১৮:৪৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ২২:১০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ভারত একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যা আজকের বিশ্বে সহজ কাজ নয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রুশ ছাত্র দিবস উপলক্ষে কালিনিনগ্রাদ অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে মোদির ভূয়সী প্রশংসা করেন পুতিন।

পুতিন বলেন, ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধির হার বিশ্বে অন্যতম এবং তা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণাবলীর কারণে অর্জিত হয়েছে। মোদির নেতৃত্বেই ভারত এমন গতিতে পৌঁছেছে।

পুতিন জানান, ভারতের নেতৃত্বের উপর নির্ভর করতে পারে রাশিয়া, কারণ নয়াদিল্লি আন্তর্জাতিক পর্যায়ে মস্কোর বিরুদ্ধে কোনো গেম খেলবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করা খুব কঠিন। কিন্তু দেড়শ কোটি জনসংখ্যার ভারতের তা করার অধিকার রয়েছে। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই অধিকার আদায় হচ্ছে। ভারত কেবল বিবৃতি দিয়েই নয়, বরং যৌথভাবে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ দেশ।

সারাবাংলা/আইই

টপ নিউজ নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর