ক্লপকে ‘সেরা প্রতিপক্ষ’ মানেন গার্দিওলা
২৭ জানুয়ারি ২০২৪ ১০:৪৭
অনেকটা অপ্রত্যাশিতভাবেই ঘোষণাটা দিলেন তিনি। মৌসুমের মাঝপথে লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ জানিয়েছেন, এটিই ক্লাবের হয়ে তার শেষ মৌসুম। ৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বহু প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন ক্লপ। প্রিমিয়ার লিগে লিভারপুলের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও ক্লপের বিদায়ে আবেগআপ্লূত। গার্দিওলা জানিয়েছেন, তার কোচিং ক্যারিয়ারের সেরা প্রতিপক্ষ ক্লপ।
আরও পড়ুন- লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়ছেন ক্লপ
গার্দিওলা বলছেন, ডাগআউটের লড়াইয়ে ক্লপকে মিস করবেন তিনি, ‘ক্লপের বিদায়ে আমি একটু শান্তিতে ঘুমাতে পারব! লিভারপুলের বিপক্ষে আমরা যে ম্যাচগুলো খেলি সেগুলো দুঃস্বপ্নের মতো। অবশ্যই তাকে সবাই মিস করবে। খবরটা আসলেও সবাইকে অবাক করেছে। লিভারপুলকে ছাড়া ম্যানচেস্টার সিটির সাফল্যের গল্পটাও অপূর্ণ। তারা আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। ব্যক্তিগতভাবে ক্লপ আমার কোচিং ক্যারিয়ারের সেরা প্রতিপক্ষ। আমি বায়ার্নে ছিলাম, সে ডর্টমুন্ডে ছিল। প্রিমিয়ার লিগেও আমরা মুখোমুখি হয়েছি। প্রিমিয়ার লিগ তাকে খুবই মিস করবে।’
বিদায়ের ঘোষণায় ক্লপ আভাস দিয়েছেন, সহসাই নতুন কোথাও কোচিংয়ের দায়িত্ব নেবেন না তিনি। গার্দিওলাও মানছেন, কিছুটা সময় নিয়েই ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত ক্লপের, ‘সে খেলাটাকে ভালোবাসে। কিন্তু একই ক্লাবে এত বছর থাকলে প্রত্যাশা একটু বেশিই থাকে। এই ব্যাপারটা আমার সাথেও হয়েছে। একটা বিরতি নিয়ে নতুনভাবে শুরু করা উচিত। এটা আমি বুঝি। আমি তুলনা করতে চাই না কিন্তু বার্সেলোনাতে আমার একই অনুভূতি হয়েছিল। নিজের জন্য কিছুটা সময় দরকার ছিল আমার।’
সারাবাংলা/এফএম