Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশিদের নামে ভুয়া অভিনন্দন বার্তা প্রকাশ করছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৪ ১৫:২৬

ঢাকা: সরকার বিদেশিদের নামে ভুয়া অভিনন্দন বার্তা প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কালো পতাকা মিছিল শেষে রাজধানীর কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

নির্বাচন বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে এ কালো পতাকা মিছিল আয়োজন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

ফরহাদ বলেন, ‘বর্তমান অবৈধ সরকার শুধু দেশবাসীর সঙ্গে নয়, বিদেশিদের সঙ্গেও প্রতারণা করেছে। তারা বিদেশিদের নামে ভুয়া অভিনন্দন বার্তা প্রকাশ করছে। এ ঘটনার মধ্য দিয়ে আবারও সরকারের দেউলিয়াত্বের প্রমাণ মিলছে।’

তিনি বলেন, ‘সরকার একদলীয় শাসনব্যবস্থা অব্যাহত রাখতে রাজনীতির ময়দান বিরোধী দলশূন্য করতে চাচ্ছে। এ লক্ষ্যে দীর্ঘ ১৫ বছর বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। জনবিচ্ছিন্ন সরকার দেশকে লুটের রাজ্যে পরিণত করেছে। এই লুটের বিচার একদিন জনতার আদালতে হবে। প্রতিষ্ঠিত হবে জনগণের শাসন, উদিত হবে গণতন্ত্রের নতুন সূর্য।’

কালো পতাকা মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, সাম্যবাদী দলের সাধারণত সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও যুগ্ম মহাসচিব মো. নজরুল ইসলাম, জাগপা যুগ্মসচিব আওলাদ হোসেন শিল্পী, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার শরীফ মনির, প্রেসিডিয়া মেম্বার বেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ফখরুল ইসলামসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ

অভিনন্দন বার্তা ড. ফরিদুজ্জামান ফরহাদ


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর