Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্ক্সের স্মৃতি বিজড়িত জাদুঘর ঘুরে দেখলেন বস্ত্র ও পাটমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৪ ১৯:৩০

ঢাকা: ইতিহাসবিদ্যার আধুনিক তত্ত্ববিদ কার্ল মার্ক্সের স্মৃতি বিজড়িত ত্রিয়র শহরে কার্ল মার্ক্স জাদুঘর পরিদর্শন এবং ভিজিটর বুকে স্বাক্ষর করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (২৭ জানুয়ারি) জার্মানিতে কার্ল মার্ক্সের স্মৃতি বিজড়িত ত্রিয়র শহরে কার্ল মার্ক্স জাদুঘর পরিদর্শন করেন তিনি।

গত ২৪ জানুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত আম্বিয়ান্তে ফেয়ারে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বস্ত্র ও পাটমন্ত্রী। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণের জন্য ছয় দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থান করছেন তিনি।

তিনি ইতোমধ্যে ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এর অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আম্বিয়ান্তে ফেয়ার আয়োজকদের সঙ্গেও আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।

এছাড়া জার্মানির ব্যবসায়িক নেতাদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তার বৈঠক করার কথা রয়েছে।

সফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশান সেন্টার (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ তার সফর সঙ্গী হিসাবে আছেন ।

বস্ত্র ও পাটমন্ত্রী আগামী ৩০ জানুয়ারি দুপুরে দেশে ফিরবেন।

সারাবাংলা/এনআর/এমও

কার্ল মার্ক্স জাদুঘর বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর