Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে তাপমাত্রা ৭.৬ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ১১:১০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১৩:৩৬

ছবি: সারাবাংলা

যশোর: যশোরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রকোপ কমে গেলেও সপ্তাহ জুড়ে শীত রয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে সকাল থেকে সূর্যের দেখা দেওয়ায় তাপমাত্রা কমের শীতের অনুভূতিটা মানুষের মধ্যে কম বোঝা যাচ্ছে। গতকাল শনিবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে সারারাত শীতের তীব্রতা ছিল। গত তিনদিন একই অবস্থা বিরাজ করছে।

বিজ্ঞাপন

শীতের তীব্রতার কারণে সকালে ও বিকেলে শহরের রাস্তাঘাট ফাঁকা থাকছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের এবং কর্মজীবী মানুষরা।

যশোর বিমানবন্দরের আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা সেলসিয়াস সকাল ৬টায় ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল ৯ টায় তা তাপমাত্রা বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। আগামীকালও শীতের প্রভাব একই রকম থাকতে পারে।

সারাবাংলা/টিএম/এনএস

টপ নিউজ যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর