Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে হত্যা মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ১২:৫০

ঢাকা: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ সত্য চন্দ্র শীল (৫৪) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হত্যা মামলার আসামি ছিলেন।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ইনস্টিটিউটের ৬ষ্ঠ তলার ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সত্য চন্দ্র শীল নাগেশ্বরী থানার কবিরের ভিটা (হ্যালিপাড়া) এলাকার মৃত সতিশ চন্দ্র শীলের ছেলে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার হত্যা মামলার আসামি সত্য চন্দ্র শীল। শ্বাসনালীসহ শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল তার।

তিনি আরও জানান, শনিবার তাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরপর সরাসরি তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাতে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

আসামির মৃত্যু টপ নিউজ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হত্যা মামলার আসামি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর