প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
২৮ জানুয়ারি ২০২৪ ১৬:৫৩
নরসিংদী: নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের পদত্যাগের দাবিতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হতে থাকে। পরে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করে স্কুলের সব শ্রেণির শিক্ষার্থীরা।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) একই দাবিতে শিক্ষার্থীরা বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে।
বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে আমাদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের কথা ছিল। অনুষ্ঠানের জন্য আমাদের কাছ থেকে প্রধান শিক্ষক চাঁদা নেন কিন্তু তিনি চাঁদা নিয়েও বিদায় অনুষ্ঠান করেননি। এমনকি প্রথমে আমাদের বিদ্যালয়ে প্রবেশ করতেও দেননি।’
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির প্রেক্ষিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/এমও
নরসিংদী নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ