Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মা-ব্রহ্মপুত্রের অস্তিত্ব হুমকির মুখে’

সারাবাংলা ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৪ ২১:৩২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ-পরিবেশ রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে ‘বাঁচলে নদী বাচঁবে দেশ বাঁচবে অস্তিত্ব’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, যে পদ্মা ও ব্রহ্মপুত্র অববাহিকা থেকে বাংলাদেশের জন্ম, সেই নদীগুলোর অস্তিত্বই এখন হুমকির মুখে।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চবির সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে বক্তব্য দেন, বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান, প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ-পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখ্য সমন্বয়ক শফিকুর রহমান, ব্রহ্মপুত্র রিভারকিপার ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ইবনুল সাঈদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর নাজির আহমেদ সিমাব এবং চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খ. আলী আর রাজি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মুক্ত আলোচনায় অংশ নেন।

মোখলেছুর রহমান বলেন, ‘ব্রহ্মপুত্র ও গঙ্গা (পদ্মা) নদীর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের জন্ম। এজন্যই আমরা নদীমাতৃক দেশ। এ দেশের প্রথম দু’টি নদী পদ্মা ও ব্রহ্মপুত্রের অস্তিত্বই আজ হুমকির মুখে। ইতোমধ্যে ব্রহ্মপুত্র নদের ওপর প্রায় ৪৭৪বার ভূমিকম্প হয়েছে, নদীর গতিপথ পাল্টেছে। রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন নদীগুলোর তলদেশ ভরাট হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমরা নদীর গুরুত্ব এখনো বুঝতে পারছি না। এর থেকে উত্তরণ করতে না পারলে ভবিষ্যত প্রজন্ম জন্য হুমকি সৃষ্টি হবে।’

‘আমরা শিল্প কারখানায় কিছু পণ্য উৎপন্ন করে অল্প লাভে বিদেশে রফতানি করছি। আর বর্জ্যের বিশাল একটা ভাগাড় আমাদের নদীগুলোতে ঢেলে দিচ্ছি। এতে করে যেমন আমাদের নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তেমনি পরিবর্তন হচ্ছে জীববৈচিত্র্যের।’

বিজ্ঞাপন

মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশই একমাত্র দেশ, যার জন্মই হয়েছে নদীর অববাহিকায়। সরকারি হিসাব মতে, দেশে মোট নদীর সংখ্যা ৪০৫টি। যদিও মূল সংখ্যা আড়াই হাজারেরও বেশি। নদীগুলোকে হুমকির মুখ থেকে রক্ষার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদেরই পালন করতে হবে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

পদ্মা-ব্রহ্মপুত্র

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর