আগুনে পুড়ে দোকানে ঘুমিয়ে থাকা কলেজছাত্রের মৃত্যু
৩০ জানুয়ারি ২০২৪ ১৬:৫৫
বরিশাল: নগরীর নথুল্লাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে সজিব জমাদার (২০) নামে এক কলেজছাত্র দগ্ধ হয়ে মারা গেছেন। অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সময় সজিব দোকানে ঘুমিয়েছিলেন।
সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে নথুল্লাবাদ জিয়া সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সজিব জমাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের কালাম জমাদারের ছেলে। একটি পলিটেকনিক কলেজে পড়াশোনার ফাঁকে হাবিব মোটরস নামের একটি দোকানে কাজ করতেন। রাতে ওই দোকানেই থাকতেন তিনি।
সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল-আমিন জানান, জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুটি ফার্নিচারের, একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রির দোকান ও একটি গ্যারেজ রয়েছে। রাত তিনটার দিকে ওই দোকানগুলোয় আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ‘তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত না করে বলা যাবে না। ধারণা করছি, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফার্নিচারের দোকানে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ বলেন, ‘মরদেহটি সম্পূর্ণ পুড়ে গেছে। এটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
সারাবাংলা/পিটিএম