Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল পরিমাণ ডলার জব্দ

বেনাপোল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৪ ২২:০৯

যশোর: যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১২টার সময় ডলারসহ ওই যাত্রীকে আটক করা হয়।

আটক নাসরিন আক্তার কুষ্টিয়ার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মো. শায়েক আরেফিন জায়েদি বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি মহিলা পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে ভেতরে অবস্থান নেয়। পরে মহিলা যাত্রীটি ইমিগ্রেশনে এলে সাময়িক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।’

এ সময় তার ব্যাগ থেকে মার্কিন ডলারগুলো জব্দ করা হয়।

ওই যাত্রীর পাসপোর্ট নং-A11322220। জব্দ হওয়া ডলারের বিনিময় মূল্য আনুমানিক ৮৫ লাখ টাকা।

সারাবাংলা/একে

ডলার জব্দ বেনাপোল

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর