বৃষ্টিতে শুরু ফেব্রুয়ারি, তাপমাত্রা আরও কমার আভাস
১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৩
ঢাকা: রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির মধ্য দিয়ে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস। মাঘের মাঝামাঝি এই সময়টায় গত দুয়েকদিনে সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতায় সুখবর নেই এখনই। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আরও দুদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সরা দেশেই মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাসও রয়েছে। সেই সঙ্গে অধিদফতর বলছে, ৭ ফেব্রুয়ারির পর তাপমাত্রা আরও কমতে পারে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা সারাবাংলাকে বলেন, আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ও আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের ছয় বিভাগে বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি আবারও সারা দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আফরোজা সুলতানা আরও বলেন, আগামী দুয়েকদিনে রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হওয়ার পূর্বাভাস নেই। দিনের তাপমাত্রাও কোথাও কোথাও কিছুটা বাড়তে পারে। তবে ৭ ফেব্রুয়ারির পর আবারও সারা দেশেই তাপমাত্রা আরও কমে যেতে পারে।
এদিকে বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়— ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়ার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায়— ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সাতক্ষীরায়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে। ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সারাবাংলা/এনএস