Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমায় ১৩ মুসল্লির মৃত্যু, ১৯ জনের জানাজা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০২

গাজীপুর: টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে ইজতেমায় ১৩ জন মুসল্লি মারা গেছেন। এ নিয়ে ইজতেমায় মোট ১৯ জনের জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত আরও চারজন মুসল্লি মারা গেছেন। এবারের ইজতেমার প্রথম পর্বে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইজতেমায় আসার পথে সড়ক দুর্ঘটনা নিহতসহ আরও ছয়জনের জানাজা অনুষ্ঠিত হয়। এ নিয়ে ইজতেমা ময়দানে মোট ১৯ জনের জানাজা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

ইজতেমায় মারা যাওয়া মুসল্লিরা হলেন— রাজবাড়ি জেলার পাংশা থানার মো. সানোয়ার, চট্টগ্রামের আনোয়ারা থানার আব্দুল জলিলের ছেলে মো. আলম, নরসিংদীর নুরুল হকের ছেলে মো. শাহনেওয়াজ ভূঁইয়া, সিরাজগঞ্জের মৃত ওসমান গনির ছেলে আল মাহমুদ, শেরপুর সদরের জুগনিবাগ গ্রামের নওশের আলী (৬৫), ভোলার সামানদার গ্রামের আব্দুল কাদের (৫৫), নেত্রকোণা সদরের কালিয়াঝুড়ি এলাকার স্বাধীন (৪৫), নেত্রকোণা থানার কুমারী বাজার গ্রামের আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা গ্রামের শাহ আলম (৬০) ও জামালপুরে তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের মতিউর রহমান (৬০)। বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।

ময়দানে জানাজা অনুষ্ঠিত হওয়া আরও ছয়জন হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০), পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০), শেরপুরে আমেলা খাতুন ও রাজধানী ঢাকার মিরপুরের বাসিন্দা মোশাররফ আহমেদের ছেলে মোবাশসের আহমেদ। এছাড়া একজনের জনের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে, রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপ। ১২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দুই ধাপের সমাপ্তি ঘটবে।

সারাবাংলা/টিকে/এনএস

গাজীপুর টঙ্গী বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর