Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেট্রোরেলে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার দাবি অবান্তর’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৬

ঢাকা: মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া করার যে দাবি উঠেছে তা অবান্তর, অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ঢাকা শহরে রিক্সায় উঠতে গেলে ৩০ টাকার নিচে ভাড়া নেই, সেটা যেকোনো স্থানেই যান না কেন। সেখানে মেট্রোরেলের মতো একটা পরিবহনে এটুকু ব্যয় আপনি করবেন না?

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেলে চলাচলের জন্য শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার যে দাবি তোলা হয়েছে সেটা কোথাও নেই। এটা কোনোভাবে সম্ভব না। রিকশায় উঠলেই তো ৩০ টাকা দরকার হয়। কোথায় যাবেন সেটা পরের কথা।’

তিনি বলেন, ‘মেট্রোরেল একটি আধুনিক গণপরিবহন। এটি এখন বাংলাদেশে। এটাকে কোথায় উৎসাহিত করবেন, সেখানে কি দাবি তুলেছে।’

তিনি প্রশ্ন রেখে আরও বলেন, ‘উত্তরা থেকে মতিঝিলে যাওয়া-আসা করতে কত টাকা লাগে?’

এর আগে, তিনি বাংলাদেশে নিযুক্ত চীনেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সড়ক মন্ত্রির সঙ্গে সৌজন্য দেখা করেন।

সারাবাংলা/জেআর/ইআ

ওবায়দুল কাদের মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর