Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি আব্দুল হাইয়ের কার্যক্রমে পরিচালনায় বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৬

ফাইল ছবি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ ১৩ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।

এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাই।

তারও আগে গত ১ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে প্রকাশ করা নির্বাচন কমিশনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেন।

ওই আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।

নজরুল ইসলাম দুলাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

ওই দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মনজুরুল হক ও মজিবুর রহমান।

এর আগে ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের এমপি পদের গেজেট স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। পরে হাইকোর্টে আবেদন করা হয়।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে ৪৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে দেখানো হয়।

ফল অনুযায়ী ঝিনাইদহ-১ আসনের ১৭১টি কেন্দ্রের ভোটগণনা শেষে ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আব্দুল হাই। তার নিকটতম প্রার্থী ট্রাক প্রতীকে নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ৮০ হাজার ৫৪৭টি ভোট।

বিজ্ঞাপন

এ ছাড়া লাঙল মার্কার প্রার্থী মনিকা আলম পেয়েছেন ৩৯৬ ভোট। কে. এ জাহাঙ্গীর মজুমদার সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ১৬০ ভোট। আম মার্কায় মো. আনিচুর রহমান ২৩৯ ভোট পেয়েছেন।

ওই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

আব্দুল হাই এমপি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর